নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে শিশুতোষ অনুষ্ঠান 'শিশু আলাপ' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান আঙিনায় আয়োজিত অনুষ্ঠানে প্লে হতে ২য় শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এতে অংশগ্রহণ করে। এ সময় কবিতা, গান ও গেম শোতে মেতে উঠে শিশু শিক্ষার্থীরা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত ৬৫৩১ শিক্ষকের যোগদানের দাবিতে মহাসমাবেশ চলছে।
এসময় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে জান্নাতুন নাইম সুইটি বলেন, নারীদের নিয়ে আপনি কাজ করেন। কিন্তু চার হাজারের বেশি নারী রাজপথে আন্দোলন করছে এটির সমাধান করেন। না হলে আগামীকাল (বুধবার) রাজপথ বাংলার বাঘিনীদের পদচিহ্নে প্রকম্পিত হবে।